তারেক রহমান ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন


বগুড়া প্রতিনিধি : 

 

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে যাবেন।

 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফর শেষে তারেক রহমান রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এ ছাড়া চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃকভিটা অবস্থিত। এ কারণে বগুড়ার সঙ্গে তারেক রহমানের রয়েছে পারিবারিক ও রাজনৈতিক যোগসূত্র। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়া আসবেন। আজ ৫ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে।’

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি পুনরায় বগুড়ায় পা রাখতে যাচ্ছেন।

এদিকে, আগামী ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।