অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৪:২৪
ইলিশ মাছ,ইলিশ মাছ
কোথায় তোমার বসবাস।
কোথায় গেলে পাবো তোমায় শুনি।
তুমি নাকি বিদেশ যাও
তোমার আছে কি হাত পাও?।
আমাদের বাড়ি কবে আসবে,
বলে যাও আমাদের এখুনি।
তুমি নাকি জাতীয় মাছ
আমাদের দেশে নাকি হয় চাষ।
কবে তোমায় ছুঁতে পারবো,
কবে আমাদের জোরাবে হৃদয় খানি।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।