মাদক কারবারিরা মাথা ফাটল পুলিশ সদস্যের


ভেড়ামারা প্রতিনিধি : 
 
 
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে পুলিশ। এতে কনস্টেবল মো. আলী উজ্জামান গুরুতর আহত হয়েছেন, তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। 
 
শুক্রবার (২ জানুয়ারি) রাতে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে গ্রেফতার করলেও অন্যরা পলাতক রয়েছে।
 
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারিদের ধরতে গিয়ে সঙ্ঘবদ্ধ হামলার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের একদল সদস্য মাওলাহাবাসপুর গ্রামে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি আঘাতে কনস্টেবল মো. আলী উজ্জামানের মাথা ফেটে যায়।
 
আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও মো. একরামুল হক জানান, আহত কনস্টেবলের মাথায় পাঁচটি সেলাই লেগেছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।