বিআরপি’র প্রার্থী রুম্পা খাতুনের মনোনয়নপত্র বৈধ




​  কুষ্টিয়া-০৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে পাটিকাবাড়ীর রুম্পা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন।  যাচাই-বাছাই  শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রার্থীতা বৈধ বলে নিশ্চিত করা হয়।

রুম্পা খাতুন বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) থে দলীয় প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেত্রীর মনোনয়নপত্র বৈধহ ওয়ার খবরে তার নির্বাচনি এলাকা পাটিকাবাড়ীসহ সদর উপজেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুম্পা     খাতুন আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনিবলেন, "আমি সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে এসেছি। নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আমি আনন্দিত। এখন আমার লক্ষ্য হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কুষ্টিয়া সদর আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন আমি কুষ্টিয়া সদর-০৩ আসনের সর্বস্তরের জনগণএবং দেশ ও বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থনকামনাকরছি।আপনাদের ভালোবাসা ও সাহসই আমার আগামীর পথচলার শক্তি। কুষ্টিয়া সদর আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।