অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০২:১৬
ক্রিড়া প্রতিবেদক :
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দুর্দান্ত খেলছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশে তাকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে বিসিবিসহ বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে, তা জানতে চেয়ে রোববার (৪ ডিসেম্বর) আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। ব্যক্তি মোস্তাফিজকে যদি বিসিসিআই নিরাপত্তা দিতে না পারে, সেক্ষেত্রে দল হিসেবে টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা–সে ব্যাখ্যাও চাওয়া হবে। মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার কারণ জানতে চিঠি দেয়া হবে আইপিএলের প্রধান নির্বাহীকেও।
দারুণ ফর্মেথাকার পরেও আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। কিছু উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের নাম বাদ দেয়ায় ভারতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে।
শনিবার রাতে বিসিবির ১৭ জন পরিচালকে উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে মোস্তাফিজ ইস্যুতে আইসিসি ও আইপিএলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে জানতে চাওয়া হবে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে, এরপর মোস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টির ব্যাখ্যা চাইবে বিসিবি। একইসঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।
চিঠি দেয়া হবে আইপিএলের প্রধান নির্বাহীকেও। ঠিক কি ধরনের প্রেক্ষাপটে মোস্তাফিজ ভারতে অনিরাপদ, তা জানতে চাইবে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানোর আগেই কেন ভারতীয় গণমাধ্যমে এই খবর আসলো সে ব্যাখাও চাওয়া হবে। এমন আচরণ যে বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিব্রতকর, সেটাও মনে করিয়ে দেয়া হবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।