অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:৪৩
ঢাকা অফিস :
শহিদ ওসমান হাদিকে খুন করার জন্যই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জুমা। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:
ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?
কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সাথে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা বলা হচ্ছে?
এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।