অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:৩৪
অনলাইন ডেক্স :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি একই সময়ে এবং নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকল পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময় ও কেন্দ্রের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। একইসাথে বাকি সব শর্তগুলোও অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানানো হয়েছিল, এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি আবেদনকারীদের নিজ নিজ জেলায় নেওয়া হবে।
কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে এই শোক পালন করা হবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।