তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন


ঢাকা  অফিস : 

 

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেনতাসনিম জারা। 

 

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী।

ইসি জানিয়েছে, জানা গেছে, ভোটার তথ্য যাচাই-বাছাইয়ে গরমিল ধরা পড়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে দেওয়া ১০ জন ভোটারের মধ্যে মাত্র ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ বিষয়ে তাসনিম জারার বক্তব্য হলো, দুজন সমর্থক ঢাকা-৯ এর বাসিন্দা না হওয়ায় মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত এই দুজনের জানা ছিল না যে তারা এই নির্বাচনী আসনের ভোটার নন। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।