যত রেকর্ড এক ম্যাচে


ক্রিড়া প্রতিবেদক : 

 

ঢাকা ও সিলেটের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। যদিও ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিততে পারেনি, তবে মাত্র ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে শামীম হোসেন পাটোয়ারী দর্শকদের মুগ্ধ করেন। এই ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে ওঠায় ম্যাচটি আলাদা গুরুত্ব পায়।

 

ইমন–সাইমের রেকর্ড জুটি

সিলেট টাইটান্সের ইনিংসে শুরুতেই দৃঢ় ভিত গড়ে দেন পারভেজ হোসেন ইমন ও সাইম। তৃতীয় উইকেটে তাদের ৬৩ রানের জুটি সিলেটের ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ।

সাব্বির রহমানের ক্যাচ কীর্তি

সালমান মির্জা ও সাইফ হাসানের বলে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে রনি তালুকদার ও ইমনকে ফিরিয়ে দেন সাব্বির রহমান রুম্মন। এর মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ আটটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি, আগের রেকর্ডধারী তানজিদ হাসান তামিমকে ছাড়িয়ে।

আজমতউল্লাহ–আফিফ জুটি

পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৩০ রান যোগ করেন আজমতউল্লাহ ওমরজাই, যা সিলেটের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি।

আজমতউল্লাহ–ব্রুকসের অবদান

ষষ্ঠ উইকেটে ইথান ব্রুকসের সঙ্গে আজমতউল্লাহ যোগ করেন ৫১ রান, যা সিলেটের ষষ্ঠ উইকেটে নতুন রেকর্ড।

শামীম–সাব্বিরের জুটি

ঢাকা ক্যাপিটালসের হয়ে ষষ্ঠ উইকেটে শামীম পাটোয়ারী ও সাব্বির রহমান গড়েন ৪৬ রানের জুটি—এই উইকেটে ঢাকার সর্বোচ্চ।

রনি তালুকদারের ফিল্ডিং রেকর্ড

এক ইনিংসেই একাধিক ক্যাচ নিয়ে সিলেট টাইটান্সের হয়ে নতুন রেকর্ড গড়েছেন রনি তালুকদার। এক ইনিংসে ও সামগ্রিকভাবে সিলেটের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কৃতিত্ব এখন তার দখলে।

শামীম–তাসকিনের লড়াই

নবম উইকেটে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে অসম্ভব জয়ের আশা জাগান শামীম। এটি ঢাকার হয়ে নবম উইকেটে সর্বোচ্চ জুটি।

খরুচে বোলিংয়ে আজমতউল্লাহ

ব্যাট হাতে রেকর্ড গড়লেও বল হাতে ব্যর্থ ছিলেন আজমতউল্লাহ। চার ওভারে ৪০ রান দিয়ে মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে সিলেটের হয়ে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ডে নাম লেখান তিনি।

সাকিবকে পেছনে ফেললেন আমির

ইনিংসের প্রথম ওভারে মেডেন তুলে নেন মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ২৮তম মেডেন ওভার। এ তালিকায় তার ওপরে আছেন কেবল সুনীল নারিন (৩৩ মেডেন)। এই অর্জনের মাধ্যমে আমির মেডেন ওভারের সংখ্যায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান; সাকিব এখন ২৭ মেডেন নিয়ে তালিকার তিন নম্বরে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।