লালন টিভি-২৪ এর আইডি কার্ড বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৫:৫৯
জনতার পত্রিকা রিপোর্ট :
লালন টিভি-২৪ এর আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩১ ডিসেন্বর সন্ধ্যায় থানা পাড়াস্থ লালন টিভি-২৪ এর অস্থায়ী কার্যালয় আনোয়ার ডিজিটাল ট্রান্সপোটে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন লালন টিভি-২৪ এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম মহমুদ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম- সাধারন সম্পাদক সোহেল খোন্দকার, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সহ -সভাপতি খোন্দাকার রিপন, আনোয়ার ডিজিটাল ট্রান্সপোটের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এবং দৈনিক আমাদের সময় এর ষ্টাফ রিপোর্টার ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শামসুল আলম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে লালন টিভি-২৪ এর বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যাডাম সুবর্ণা । তাকে সার্বিক সহযোগিতা করেন লালন টিভি-২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি শামীম রেজা ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন খোন্দকার রিপন।দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে লালন টিভি-২৪ এর চেয়ারম্যান সেলিম মাহমুদ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন ।