রাঙামাটিতে বনপা নেত্রী জুঁই চাকমা মনোনয়ন জমা দিলেন


রাঙামাটি প্রতিনিধি : 

 

 

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল বনপা’র নেত্রী  গণতন্ত্র মঞ্চের পৃষ্ঠপোষকতায় বিপ্লবী ওয়র্কার্স পার্টির জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করাবর্ষণে ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার নাজমা আশরাফির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম প্রদান করেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেন।

 

এ সময় জুঁই চাকমার প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং অন্যান্য সদস্য অমর চাকমা, অরুনজিতা চাকমা, নার্গিস আকতার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার ও রাখি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এছাড়া যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, নিখিল চাকমা, সাইফুল ইসলাম, এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সদস্য শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া ও কাজল বড়ুয়া প্রমুখ পুরো বিষয়টির সাক্ষী ছিলেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।