বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে ছেলের মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবা মতিয়ার রহমানের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীর কুটিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাবিব খান লাবু বামনডাঙ্গা বন্দরের মতিয়ার রহমান খানের ছেলে। সে স্থানীয় বামনডাঙ্গা আবদুল হক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, আজ বিকেলের দিকে বাবা ও ছেলে দুজনে নদীতে গোসল করতে নামেন।এসময় ছেলে সাঁতার কেটে নদীর অপরপাশে চলে যায়। পরে বাবার কাছে সাঁতরিয়ে ফেরার সময় নদীর মাঝপথে ডুবে যায় ছেলে।এরপর বাবা ও স্থানীয়রা খুঁজতে শুরু করেন।এরই একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করেন।নিখোঁজ হওয়ার প্রায় সাড় ৩ ঘণ্টা পরে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ ভাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ডুবুরি দল।

এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, নদীর নিচে থাকা বাঁশের খুঁটিতে মরদেহ আটকে ছিল। এ ধরনের ঘটনায় খুব দুঃখজনক।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।