লিংকন জাপা’র মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন


ডেক্স রিপোর্ট : 

 

জাতীয় পার্টি (কাজী জাফরের অংশ) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি তিনি গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।