বরগুনায় দম্পতির রহস্যজনক মৃত্যু-দুই শিশুর লেখাপড়ার দায়িত্ব নিল জামায়াতে ইসলামী


জাহিদুল ইসলাম মেহেদীঃ-বরগুনার সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে রহস্যজনকভাবে নিহত দম্পতি স্বপন মোল্লা ও আকলিমার দুই শিশু কন্যার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুনসহ দলীয় নেতারা নিহত আকলিমার বাবার বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
 
জেলা জামাতের পক্ষ থেকে জানানো হয়, বড় মেয়ে সাদিয়ার পড়াশোনার খরচ এবং ছোট মেয়ে দেড় বছরের হাফসানার ভরণপোষণ, দুধসহ প্রয়োজনীয় সহায়তা তারা বহন করবে। আমির বলেন, মানবতার সেবা একটি বড় ইবাদত, তাই এ শিশু দুটির প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জামায়াত তাদের দায়িত্ব পালন করবে।
 
উল্লেখ্য,গত ৭ সেপ্টেম্বর সকালে নিজ ঘর থেকে আকলিমার গলাকাটা মরদেহ ও স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।