ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন


 
প্রেসবিজ্ঞপ্তি :
 
 
বাংলাদেশের গ্রামের উন্নয়নের জন্য স্বাধীনতার ঘোষক. বহুগণতন্ত্রের প্রবক্তা, দেশপ্রেমিক বীরমুক্তিযোদ্ধা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের অনন্য সৃষ্টি ‘গ্রাম সরকার” ।  তিনি প্রায়শই বলতেন “ গ্রাম সরকারই হলো আসল সরকার “ ।  প্রতিটি গ্রামে আজও বেঁচে থাকা গ্রাম সরকার প্রধানরা গ্রামবাসীর কাছে যেমন সম্মানিত তেমন প্রভাবশালী ।  গ্রাম সরকার প্রধান যারা মারা গেছেন তাদের পরিবার ও সন্তানরা শহীদ জিয়ার আদর্শে
অনুপ্রানিত।
 
ত্রয়োদশ নির্বাচনে যারা বিএনপি’র মনোনয়ন লাভ করেছেন সেই সকল ভাগ্যবান প্রার্থীদের অনুরোধ জানাবো আপনারা যখনই ভোট চাওয়ার জন্য গ্রামে যাবেন তখনই গ্রাম সরকার প্রধান ও তাদের সন্তানদের খোঁজ খবর নিবেন এবং তাদের কাছে দোয়া চাইবেন। কারন তারাই হলো শহীদ জিয়ার আদর্শের আসল সৈনিক।
আমি সাবেক জেলা গ্রাম সরকার প্রধান ( কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ) হিসেবে শহীদ জিয়ার আদর্শের সৈনিক গ্রাম সরকার প্রধান. তাদের সন্তান ও যারা গ্রাম সরকার কমিটির সদস্য ছিলেন তাদের প্রতি অনুরোধ জানাবো শহীদ জিয়ার দল বিএনপিকে ক্ষমতায় বসাতে সকল দ্বিধাদন্দ্ব ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন এবং ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন  ।  বিশেষ করে শহীদ জিয়ার ঘোষিত জেলা কুষ্টিয়ার ৪টি আসনে যাতে বিএনপি’র ৪জন প্রার্থী বিজয়ী হতে পারেন সে জন্য জীবিত গ্রাম সরকার প্রধান ও তাদের সন্তানদের প্রতি অনুরোধ জানাচ্ছি । মনে রাখবেন ধানের শীষ শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের প্রতিক।
 
কুষ্টিয়া সদর আসনে জীবিত গ্রাম সরকার প্রধান ও তাদের সন্তানদের সাথে মত বিনিময় করার জন্য কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক এককালের তুখোড় ছাত্রনেতা জনাব কুতুব উদ্দিন আহমেদ ও বিএনপি’র মনোননিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের আহ্বানে সাড়া দিতে প্রস্তত। এ ব্যাপারে যথা সময়ে সিদ্ধান্ত নেয়া হবে ।
 
আসুন আর দেরী নয়, ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য আজ থেকেই আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামি । তা হলে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ ।
 
ধন্যবাদান্তে-
 
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রাম সরকার প্রধান
( কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর )
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।