এয়ারপোর্টে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না : ম্যাজিস্ট্রেট নওশান খান


ঢাকা অফিস : 
 
এয়ারপোর্টে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না হোকনা এয়ারপোর্টে যে কোন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নওশান খান
এয়ারপোর্ট কোনো ব্যক্তির জায়গা নয়, এটা একটি দেশের পরিচয় ও নিরাপত্তার প্রতীক। এখানে অপরাধ মানেই অপরাধ—
পদ, পরিচয় কিংবা ক্ষমতা দিয়ে কিছুই ঢেকে রাখা যাবে না। হোক সে সাধারণ মানুষ, হোক বা এয়ারপোর্টের যে কোনো কর্মকর্তা—
 আইনের কাছে সবাই সমান। কারো ওপর লাগলে লাগুক, কিন্তু ন্যায়ের প্রশ্নে কোনো আপস নেই। এই দৃঢ় ও আপসহীন অবস্থানেই
দায়িত্ব পালন করে চলেছেন ম্যাজিস্ট্রেট নওশান খান। ব্যক্তি নয়, নিয়মই তার সিদ্ধান্ত। ভয় নয়, দায়িত্বই তার পরিচয়।শৃঙ্খলা থাকলে নিরাপত্তা আসে,
নিরাপত্তা থাকলেই দেশের সম্মান বাঁচে। তাই এয়ারপোর্টে চলবে শুধু আইন— বার জন্য সমান, কঠোর ও ন্যায্য।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।