অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৬:৪৩
ঢাকা অফিস :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তার সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি এলাকায় থাকবে কঠোর নিরাপত্তাবলয়। আগামীকাল ভোর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তিনশ ফিট ও গুলশান এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলবে পুলিশ, র্যাব ও গোয়েন্দারা। পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তিনশ ফিটে অনুষ্ঠেয় গণসংবর্ধনা উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল ডাইভারশন করার (ভিন্নমুখী) সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে আজ ডিএমপির পক্ষ থেকে ঘোষণা আসতে পারে।
এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক চিঠিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেবিচক এক চিঠিতে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করেছে।
বেবিচক জানিয়েছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনশ ফিটে আগামীকাল অনুমোদনহীন কোনো ড্রোন উড্ডয়ন করতে দেবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারেক রহমানের সম্বর্ধনা এলাকায় কোনো সন্দেহজনক ড্রোন উড়লে তা নামাতে প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিমের সদস্যরা।
দায়িত্বশীল একজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, ড্রোন ব্যবহার করে যাতে কেউ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে, এ জন্যই সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তিনশ ফিট ও গুলশান এলাকায় অন্তত ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সর্বোচ্চ সতর্কতায় থাকবে পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা। তারেক রহমানের সংবর্ধনাস্থলে ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে বিশেষ সুইপিংয়ের মাধ্যমে পুলিশ মঞ্চের দায়িত্ব বুঝে নেবে। গতকাল দফায় দফায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তিনশ ফিট এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারেক রহমানকে সম্বর্ধনা প্রদান উপলক্ষে তিনশ ফিট এলাকায় কয়েকশ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে সেখানে অস্থায়ী একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। সেখানে ডিএমপি কমিশনারসহ ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা বসে দিক নির্দেশনা দেবেন এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।