তালিকায় আরও ২০ জন : গানম্যান পেলেন ৬ জন


নিজস্ব প্রতিবেদক : 

 

জুলাই অভ্যুত্থানের সংগঠক ও সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতে গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের। এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির ৬ জনকে গানম্যান দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ছাড়াওবিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, একাধিক সংসদ-সদস্য প্রার্থী ও গণমাধ্যম বক্তিত্বদের নিরাপত্তায় থাকছে গানম্যান। আরও ২০ জন রয়েছেন গানম্যান পাওয়ার তালিকায়।

 

সোমবার পুলিশের উর্ধ্বতন একটি সূত্র জানিয়েছি, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার নিরাপত্তায় গানম্যান নিযুক্ত করা হয়েছে। শিগগিরই গানম্যান পাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

ব্যক্তিগত নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে গানম্যান চেয়ে আবেদন জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গানম্যান পাওয়ার তালিকায় আরও রয়েছেন দের মধ্যে রয়েছেন-গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা-যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন, পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ আরও ২০ জন।

 

এছাড়াও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স এবং গানম্যান। অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।