বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত


সিলেট অফিস :

 

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ জানায়, কয়েকজন বাংলাদেশি নাাগরিক দমদমা ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এসময় ভারতীয় খাসিয়ার গুলিতে তাদের মধ্যে আশিকুর ও মোশাহিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

ভারতীয়দের গুলিতে দু’জন বাংলাদেশি তরুণ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল ইসলাম জানান, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন নিহত হওয়ার ব্যাপারে তিনি জেনেছেন। তারা সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছেন তিনি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।