কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে ব্যাপক হামলা- ভাঙচুর


 

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া  : ১৯/১২/২৫ : 
কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্রথম আলো অফিসে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাত পোনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ২টার দিকে বিক্ষুব্ধ জনতা অফিসটিতে ঢুকে সাইনবোর্ড এবং একটি কক্ষের দরজা-জানালা ভেঙ্গে বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ভাঙচুরের সময় তাদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। 
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। 
ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনতা মিছিল করে। মিছিলকারীরা পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর কর্মসূচি শেষ হয় এবং রাত ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত পোনে ২টার দিকে প্রথম আলো অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এ  ব্যাপাওে খবর শুনেছি। অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’ তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধির বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।