খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা


 

খুলনা) প্রতিনিধি : 
 

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাংবাদিক এমদাদুল হক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বজলু রহমানের ছেলে।

 

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রোকনুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শলুয়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত সন্ত্রাসীরা সাংবাদিক এমদাদুল হক মিলনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তদন্ত ও পুলিশের বক্তব্য

হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাংবাদিক সমাজে প্রতিক্রিয়া

সাংবাদিক এমদাদুল হক মিলনের হত্যায় স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।