অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০২:২৯
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকায় অবস্থিত জান্নাত ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার জান্নাত ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পাঁচতলার রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়।’
এসআই মো. কামরুজ্জামান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে এনসিপি নেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।