কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পশ্চিম মজরপুরে মৃত আনছার উদ্দিনের ছেলে মো: আমজাদ হোসেন হালিম শিক্ষা বিভাগে চাকরি পাইয়ে দেবার প্রলোভন দিয়ে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার প্রায় অর্ধশত পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার উপরে হাতিয়ে নিয়ে আাত্মগোপন করে আছেন। তার অভিনব প্রতারণার কৌশল উদ্ধারে “জনতার পত্রিকা”র অনুসন্ধানী সাংবাদিক টিম কাজ চালিয়ে যাচ্ছেন । অচিরেই প্রতারক হালিমের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হবে ইনশাল্লাহ।। যারা চাকরি পাওয়ার আশায় প্রতারক হালিমের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে অতিসত্ত্বর নীচের মোবাইল নম্বরে যোগযোগ করার জন্য আহ্বান জানানো হলো ।