অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, সময়ঃ ০৬:১২
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনাই দুই পুলিশ কর্মকর্তা নিহত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সুত্রেজানা যায়
লালন শাহ সেতুর পশ্চিম পার্শ্বে ভেড়ামারা এলাকায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরাহলেন- রাজশাহীর তানোরথানাররাতৈলএলাকারকছিমদ্দিনের ছেলেকয়েসউদ্দিনও রংপুর জেলারইটাকুমারী গ্রামের মৃতনুরমোহাম্মদের ছেলেমোজহারুল ইসলাম। মোজহারুল ইসলাম পাবনাজেলাপুলিশের বিশেষশাখারউপপরিদর্শক (এসআই) ওকয়েসসহকারীউপপরিদর্শক (এএসআই) হিসেবেকর্মরতছিলেন।
ভেড়ামারা থানাসুত্রে জানাগেছে দুপুর ১২টার দিকে কয়েস ও মোজাহারুল ইসলামমোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে রওনাদেন।ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতুপারহয়েকুষ্টিয়া অভিমুখে যাওয়ারপথেপেছনথেকেএকটিদ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপাদেয়।এতেঘটনাস্থলেই মারাযানতারা।তবেঘাতককাভার্ডভ্যানটিকে আটককরতে পারে ন্ পুলিশ ।
ভেড়ামারা থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমানজানান, কাভার্ডভ্যানের চাপায়ঘটনাস্থলেই তাদেরমৃত্যুহয়।তবেকাভার্ডভ্যানটি আটককরাযায়নি।নিহতদের মরদেহউদ্ধারকরেকুষ্টিয়ার ২৫০শয্যাহাসপাতালের মর্গেপাঠানোহয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।