ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর


 

 

নিজস্ব প্রতিবেদক :

 

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানানো হয়নি।

 

 

রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
 
তবে নির্দিষ্ট কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।
 
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিস আলমগীর একটি পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা চলে।
 
 
এছাড়া বিভিন্ন সময় টকশোতে করা তার বিভিন্ন মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
 
ধারণা করা হচ্ছে সাইবার স্পেসের এসব বিষয়ের কারণে তাকে ডিবি কার্যালয়ে আনা হতে পারে।
 
সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।