বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পেছাল


 স্পোর্টস ডেস্ক : 

টানা ব্যর্থতার খড়গে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ অবনমন হয়ে ১১২তম স্থানে নেমে গেছে মেয়েদের জাতীয় দল।

 

গত চার মাসে চারটি ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হারের পর নভেম্বর-ডিসেম্বরে তিন জাতির টুর্নামেন্টেও ধারাবাহিক ব্যর্থতা-মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ গোলের পরাজয়। চার ম্যাচে মোট ১১ গোল হজমের বিপরীতে গোল করতে পেরেছে মাত্র দুইটি-যার প্রভাব সরাসরি পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

গত আগস্টে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করে দারুণ এগিয়েছিল বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। তবে নতুন তালিকায় কমে গেছে ১২.২৬ পয়েন্ট; বর্তমানে রেটিং ১১৬৭.৬১১।

 

নারী ফুটবলের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, দুইয়ে যুক্তরাষ্ট্র। এশিয়ায় সবচেয়ে এগিয়ে জাপান, অবস্থান ৮ নম্বরে। দক্ষিণ এশিয়ায় শীর্ষ দল ভারত (৬৭), আর নেপালও (৮৯) রয়েছে বাংলাদেশের ওপরে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।