অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১০:০৮
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদের নেতৃত্বে এসআই অনিমা রায় ও এএসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স হক এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা দুই নারী রেখা ও রুবিনা এর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।