বেসিসের নতুন সদস্যপদ প্রক্রিয়া সক্রিয় করতে সদস্যপদ বোর্ড সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


 
নিজস্ব প্রতিবেদক : 
 
বেসিসের নতুন সদস্যপদ অনুমোদেনের প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার লক্ষ্যে বোর্ড সাব-কমিটির প্রথম সভা ১১ নভেম্বর ২০২৫ তারিখে বেসিসের সভাকক্ষে সাব-কমিটি ইন-চার্জ জনাব মোঃ রওশন কামাল জেমস, টেকসল টেকনোলজিস বাংলাদেশ লিঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যবৃন্দ জনাব মোঃ জুয়েল, লেমিসে লিমিটেড, জনাব এ এইচ এম রোকমুনুর জামান রনি, এইচ আর সফট বিডি, জনাব ফেরদৌস আলম, এটোভা টেকনোলজি এবং জনাব মুহাম্মদ আব্দুল মজিদ, বাংলা পাজেল লিমিটেড উপস্থিত ছিলেন।
সভায় নতুন সদস্যপদ আবেদনসমূহকে স্বল্প সময়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে মূল্যায়ন, সদস্যপদ বাতিল ও পুনরায় সক্রিয়করণ সংক্রান্ত বিভিন্ন আবেদন পর্যালোচনা, প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ এবং সদস্যসেবা আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, সদস্যপদ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভুল তথ্য যাচাই এবং ডকুমেন্টেশনকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত সভায় বেসিস সচিবালয় থেকে চৌধুরী ফাতিমা রোকন তুলি, মেহেদী হাসান, আবদুল্লাহ আল কায়সার খান (মুন্না) এবং এস. এম. জাকারিয়া ইসলাম (অর্নব) উপস্থিত ছিলেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।