শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনের প্রতিক বরাদ্দ


শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনের প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে শরীয়তপুর শিল্পকলা একাডেমী সংলগ্ন একটি অডিটোরিয়ামে এ প্রতিক বরাদ্দ দেয়া হয়। 
 
এসময় প্রধান নির্বাচন কমিশনার আলী আকবর বাঙ্গাল সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এ প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন।
 
এসময় সভাপতি প্রার্থী মো. দুলাল খান (মটর সাইকেল), সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাদল বেপারী (আনারস) ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাবলু তালুকদার (চেয়ার) প্রতিক বরাদ্দ পেয়ে সকলের দোয়া ও ভোট চেয়েছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।