ঘোড়াঘাটে সাপের কামড়ে একজনের হাসপাতালে ভর্ত্তি


শাহ আলম,ঘোড়াঘাট, দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় শ্রী সুধাংশু (৫০) নামের এক ব্যাক্তি বিষধর গোখরা সাপের দংশনের খবর পাওয়া গিয়েছে। তাকে  মুমুর্ষু অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

কর্তব্যরত চিকিৎসক ডা: আহসান হাবীব জানান, গত রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রোগী আসেন। সেসময় তাঁরা জানায়, রোগীকে সাপে কামড়িয়েছে। 

 

রোগীর স্বজনরা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। 

 

সাপটি গোখরা সাপ ছিল। সাপে কামড় দিলে রোগী যে লক্ষণ গুলো হয় যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলে, মানুষ চিনতে পারছিলেন না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাস কষ্ট হচ্ছিল, পালস এবং অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং কামড়স্থান অনেকটা ফুলে গিয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারে এবং উঠে দাঁড়াতে পারেন। 

 

বর্তমানে তিনি সুস্থ আছেন এবং অত্র হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের নিবীর পর্যবেক্ষনে আছেন।আক্রান্ত সুধাংশু পেশায় একজন নরসুন্দর, তিনি পার্শবর্তী নবাবগঞ্জ উপজেলার কবলিপাড়ার বাসিন্দা। 
শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।