বিরামপুরে ১২ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ



মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে রবি মৌসুমে ধান, গম, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।

 

উদ্বোধনের দিনে উপজেলার ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, চলতি রবি মৌসুমে বিরামপুর উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে বারী-১৪ জাতের সরিষা বীজ ১ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, বারী-১৪ জাতের সরিষা একটি আগাম জাত, যা বপনের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই ঘরে তোলা যায়। ফলে কৃষকরা একই জমিতে পরবর্তীতে অন্যান্য ফসল আবাদ করতে পারবেন।

কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, কৃষকদের উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।