আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ নভেস্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকারিয়া আরাফাত।

 

মেডিকেল ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি ভোগেন।অনেক মানুষ আছেন যিনারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না।এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করি।তিনি আরো বলেন, প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত ডাক্তার রোগী দেখবেন।


উক্ত উদ্বোধনী ক্যাম্পে অন্যদের মধ্যে ইউপি সদস্য গোলাম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাছ আলী, ইউপি কম্পিউটার অপারেটর বিপ্লব কুমার প্রমুখ  উপস্থিত ছিলেন। 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।