আদমদীঘির সাংবাদিক সাগর খানের মায়ের ইন্তেকাল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আলোকচিত্র শিল্পী ও দৈনিক করতোয়ার সাবেক ফটো সাংবাদিক দমদমা গ্রামের আলম খানের সহধর্মিনী এবং সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি প্রতিনিধি সাংবাদিক সাগর খানের মা আছমা বেগম (৬৮) আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ১টায় দমদমা নিজ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার স্বামী, দুই ছেলে এক মেয়ে নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ শনিবার বাদ এশা দমদমা ঈদগাহে প্রয়াতের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আদমদীঘি প্রেস ক্লাব ও সান্তাহার প্রেস ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন। তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।