কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবে না-গোলাম রব্বানী


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী বলেছেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবেনা। জাতির আকাংখা  অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি.আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচন এর ব্যবস্থা করার জন্য আজকের প্রোগ্রাম থেকে জোর দাবি জানাচ্ছি।
 

তিনি শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলতলা এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর মতিউর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম, সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ, জামায়াত নেতা সাহেব আলী, রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন আতিকুর রহমান, রেজওয়ানুর রহমান, জরজিস হোসেন প্রমুখ।
 

প্রধান অতিথি আরও বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সাথে নিয়ে দায়িত্বশীল সর্বস্তরের দায়িত্বশীলদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জামায়াতে ইসলামী সবচেয়ে যোগ্য এবং দক্ষ প্রার্থীদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাদের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আশা আকাংখা পূর্ণ হবে। স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারা জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন বিনিময়ে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তলা বিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। এদেশের অর্থ বিদেশে পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি ও বেগম পাড়া তৈরী করেছে। দু:শাসন ও সীমাহীন জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রাখতে বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন ও ডামী নির্বাচন করে নিকৃষ্ট ফ্যাসিবাদ কায়েম করেছে। যার প্রেক্ষিতে ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পুরো সরকারকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। নতুন স্বপ্নে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হতে হবে সন্ত্রাস ও দখলদার মুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রতিটি উপজেলার ভোট কেন্দ্র অত্যন্ত গুরুত্বের সাথে পাহারা দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহবান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।