ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে রিফাত মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত রিফাত মিয়া ওই ইউনিয়নের বলরাম গ্রামের রাব্বি মিয়ার ছেলে।স্বজনরা জানায়, শিশু রিফাত মিয়া তার নানার বাড়িতে গিয়ে ফুটবল খেলছিল।এসময় বলটি পুকুরে পড়ে যায়। সেই বলটি পুকুর থেকে তুলতে পানিতে নামে। তখন পানিতে ডুবে রিফাত মিয়ার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।