"রাজনীতিতে নয়,স্পোর্টসকে এগিয়ে নিতে কাজ করে যাবো"-বগুড়ায় তামিম ইকবাল


সঞ্জু রায়,বগুড়া:-রাজনীতিতে নয় ক্রিকেটসহ সব ধরণের খেলাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়াও শারীরিক অসুস্থতার জন্য আগামী বিপিএলে অংশ নেওয়ার সম্ভবনাও খুব কম বলে জানান তিনি৷
শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি।
 

ইউনিয়ন পর্যায়ে থেকে সেরা ২০ জন খেলোয়াড় বাছাইয়ের উদ্দেশ্যে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বিএফএ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। আর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেহেতু ক্রিকেটের বরপুত্র তামিম ইকবাল মানেই ক্রীড়াপ্রেমীদের কাছে আবেগ, ভালবাসা ও এক অন্যরকম অনুভূতির নাম। সেই তামিমকেই যেন কাছ থেকে এক নজর দেখতে দর্শকদের ঢল নেমেছিল বগুড়া সদরের এরুলিয়ার হাটখোলা বালুর মাঠে।মাঠের চারিদিকে উপচে পড়া ভীড়ের পাশাপাশি ফাঁকা ছিলনা আশেপাশের বড় গাছগুলোর ডাল ও ভবনের ছাদগুলোও। সবখানেই ছিল নানা বয়সী মানুষের ঢল।
 

'রেফারির বাঁশির সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ গোলের জন্য একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মরিয়া হয়ে ওঠে। খেলার নবম মিনিটেই মাথায় করা স্ট্রাইকার হুজাইফার নিখুঁত শটে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর দুই দলের খেলোয়াড়দের একাধিকবার গোলপোস্টে বল ঢুকানোর চেষ্টা চলমান থাকলেও নতুন করে আর কোন গোল হয়নি। তবে পুরো খেলা জুড়ে বজায় ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময় শেষ হলে ১ গোলে ভর করেই বিদ্যুৎ বয়েজ ক্লাব নিশ্চিত করে বিজয়ী শিরোপা।
 

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন ক্রিকেটের পাশাপাশি বগুড়াসহ সারাদেশে ফুটবল খেলারও উত্থান হতে হবে। ছোট বড় টুর্নামেন্টের মাধ্যমে খুঁজে বের করতে হবে কৃতি খেলোয়াড়দের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির প্রমুখ।
 

খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রানার্স আপ দলকে ছাগল পুরস্কারসহ ট্রফি তুলে দেন অতিথিরা। ক্রিকেটের পাশাপাশি সারাদেশে অব্যাহত থাকুক এমন ছোট বড় ফুটবল টুর্নামেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাক তৃণমূলের কৃতি খেলোয়াড়েরা এমনই প্রত্যাশা সকলের।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।