পলাশবাড়ীতে নির্বাচনী উঠান বৈঠকে এমপি প্রার্থী ডাঃ সাদিকের


 
 
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
 
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড সিধনগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
৩১ অক্টোবর শুক্রবার বিকেলে পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডে "শহীদ জিয়া স্মৃতি সংসদ" গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সিধনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
গাইবান্ধা জেলা "শহীদ জিয়া স্মৃতি সংসদ" এর যুগ্ম আহবায়ক ও পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুল ইসলামের সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। 
 
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি  আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,পলাশবাড়ী উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।