ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির জামালপুর সদর কোর্ট পরিদর্শন


জামালপুর প্রতিনিধি:-জামালপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবারে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।এসময় উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।
 
অতিরিক্ত ডিআইজি মহোদয় ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরজমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।
 
পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সহিত কাজ করার আহ্বান জানান। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর ,মোরশেদা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জামালপুর ,ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জামালপুর,মোঃ আবুল হোসেন, পুলিশ পরিদর্শক নিঃ (কোর্ট ইন্সপেক্টর),জামালপুর,মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক নিঃ, সদর কোর্ট-সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
আল আমিন হাসান জামালপুর প্রতিনিধি:-


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।