প্রাইম ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি হলেন নেয়ামুল হক এফসিএস


প্রেস রিলিজ;-ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫: সম্প্রতি নেয়ামুল হক এফসিএস-কে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

 

নেয়ামুল হক এফসিএস ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংক পিএলসি-এর বোর্ড সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে কর্মরত রয়েছেন। প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি এসিআই ফরমুলেশনস পিএলসি.-এর কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এসিআই পিএলসি.-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানে ১৭ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

নেয়ামুল হক একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) এবং তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী। কর্পোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।