এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি


বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সাথে এক কৌশলগত অংশীদারিত্ব করেছে বৈশ্বিকভাবে স্বনামধন্য এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। 

 

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ও কানেক্টিভিটির কার্যকরী সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারী-কেন্দ্রিক সমাধান নিয়ে এসে ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্দেশে এ অংশীদারিত্ব করা হয়।

 

অংশীদারিত্বের মাধ্যমে অনারের ভেহিকেল কানেক্টিভিটি সল্যুশনের সাথে বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম সমন্বয় করা হবে, যা নিশ্চিত করবে এআই প্রযুক্তি সমৃদ্ধ পরিবহন অভিজ্ঞতা।

 

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

 

এ সময় অনারের প্রধান নির্বাহী জেমস লি এবং বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়্যাং চুয়ানফু সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

 

অংশীদারিত্বের তিনটি মূল বিষয়ে গুরুত্বারোপ করা হবে; যথা: মূল প্রযুক্তির উন্নয়ন, ইকোসিস্টেম ইন্টিগ্রেশন ও ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা।

 

দু’টি প্রতিষ্ঠান ক্রস-ডিভাইস ইন্টিগ্রেশন, এআই এজেন্ট ইন্টিগ্রেশন ও ব্লুটুথ-ভিত্তিক গাড়ির চাবি প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নে একসাথে কাজ করবে। 

 

এছাড়াও, অনার ও বিওয়াইডি এমন একটি মডেল তৈরি করবে, যেখানে অনার-কানেক্টেড ভেহিকেল ও বিওয়াইডির ইন্টেলিজেন্ট ভেহিকেল ইকোসিস্টেমের মধ্যে তথ্যের আদান-প্রদানে (ইন্টারঅপেরাবিলিটি) সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা হবে।

 

 প্রতিষ্ঠান দু’টি যৌথ উদ্যোগে বিপণন কার্যক্রম, নতুন পণ্য উদ্বোধন ও ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতেও কাজ করবে।

 

এ নিয়ে অনারের প্রধান নির্বাহী জেমস লি বলেন, “অনারে আমরা বিশ্বাস করি, মানুষের সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে ব্যবহারকারী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই’র এ যুগে বিওয়াইডির সাথে আমাদের অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট মোবিলিটি। 

 

একসাথে আমরা প্রযুক্তিগত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব, একে অপরের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ মোবিলিটি এক্সপেরিয়েন্স ইকোসিস্টেম তৈরিতে কাজ করব, যা ‘স্মার্ট লিভিং’ -এর দিকে যাত্রাকে আরও উপভোগ্য করবে এবং এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

 

এনএফসি প্রযুক্তির গাড়ির চাবি তৈরিতে ২০২৩ সাথে প্রথম অংশীদারিত্ব করে অনার ও বিওয়াইডি। এ প্রযুক্তির মাধ্যমে বিওয়াইডি বাহন ব্যবহারকারীরা অনার স্মার্টফোনের মাধ্যমেই তাদের গাড়ির লক ও আনলক করতে পারবেন। ২০২৪ সালে এ অংশীদারিত্বের পরিসর আরও বৃদ্ধি পায় – ইন-ভেহিকল ফাস্ট চার্জিং প্রযুক্তিও উন্মোচন করা হয়। এ বছর অনার ও বিওয়াইডি অনার কার কানেক্ট উন্মোচন করে, যা এখন ডেনজায় ব্যবহৃত হচ্ছে এবং অচিরেই বিওয়াইডির অন্যান্য ব্র্যান্ডেও ব্যবহার করা হবে।

 

অংশীদারিত্বের পরিসর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দুই প্রতিষ্ঠানই ফোন-টু-কার কানেক্ট ও ডিজিটাল কি, এ ধরনের নতুন সব ফিচার উন্মোচনে কাজ করছে। এসব উদ্ভাবন ভবিষ্যতে মানুষের গাড়ি ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।