"আপনজন" -লায়ন মোঃ গনি মিয়া বাবুল


চেনা মানুষের অচেনা আচরণ
ভীষণ যাতনা যন্ত্রণার কারণ,
ভালবাসার কথা বলে হয় ছলনা
অশ্রুতে অনল নেভানো যায় না।

 

অপরের চেয়েও বেশি ভয়ঙ্কর
আপন যখন হয়ে যায় পর,
বুকের গহিনে অনিষ্ট চিন্তা যার
সে তো আপন নয় শুধু চিৎকার।

 

আপনজন আনন্দ নিয়ে আসে
সুখে অসুখে থাকে পাশে,
নিজেকে বিলিয়ে পরকে করে আনন্দিত
আপনজন সবসময় নয় জননন্দিত।

 

আপনজন শক্তি সাহস প্রেরণা
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা,
আপনজন পরস্পর বিবাদ নয়
সুখ শান্তি সফলতা আসবে নিশ্চয়।

 

 

 

লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল,(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।