পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্বহত্যা


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবক গলায় দঁড়ি দিয়ে আত্বহত্যা করেছে।২৯ অক্টোবর দুপুর উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের ঝালিঈী গ্রামের মন্টু ফকিরের ছেলে মাসুদ (২৫)গাছের সঙে গলায় দঁড়ি দিয়ে ফাঁস আত্বহত্যা করেছে।জানা যায়, পারিবারিক কন্দলে পরিবারের অপর অভিমান করে সে আত্বহত্যা করেছে।

 

ওই গ্রামের বাসিন্দা ও  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।লিখিত কোন অভিযোগ না থাকায় স্থানীয়রা লাশ দাফন করেন। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।