ইন্দুরকানীতে অবহিতকরণ সভা


ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ-জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা কার্যক্রম লক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর উদ্যোগে মঙ্গলবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তীর সঞ্চালনায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, নেটজ্ ফাইন্যান্সির ডিরেক্টর সত্যবিথ কুমার, প্রেসকাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ। 
 

বক্তারা বলেন, জলবায়ূ ও পরিবেশগত ভাবে এলাকায় ঝুঁকিতে থাকতে হয়। বিভিন্ন কারনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিঘ্ন ঘটে। গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ উন্নয়নে ভুমিকা থাকা দরকার ।

 

এলাকায় স্থানীয় ভাবে সুশীল, ছাত্র ফোরাম, শিক্ষক সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা । এই কোডেকের মাধ্যমে উপকুলীয় অঞ্চল ভিত্তিক জেলে,দারিদ্র, মানবধিকার বিষয় কাজ করলে এলাকায় সমাজ উন্নয়নে পরিবর্তন হবে ।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।