সি৭৫-এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি!


সি৭৫-এর পর আরও অত্যাধুনিক পানিরোধী ফোন আনছে রিয়েলমি!
বা,

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির রেকর্ড-ব্রেকিং সি৭৫ লাখো ক্রেতার মন জয় করার পর এখন পরবর্তী সি-সিরিজ ডিভাইস উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় সি৭৫-এর উত্তরসূরি হিসেবে বিবেচিত আসন্ন সি-সিরিজ স্মার্টফোনটি এমন উল্লেখযোগ্য, সার্বিক আপগ্রেড নিয়ে আসবে যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার পাশাপাশি সাশ্রয়ী স্মার্টফোন সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করবে।
 

উন্মোচনের সময় রিয়েলমি সি৭৫ বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করে হয়ে ওঠে তার ক্যাটাগরির সর্বাধিক বিক্রিত রিয়েলমি ফোন। এটিই ছিল সেই সেগমেন্টের একমাত্র অফিসিয়ালি ওয়াটারপ্রুফ স্মার্টফোন, যা এর বিশাল ব্যাটারি লাইফ ও শক্তিশালী পারফরম্যান্স দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে। যারা দীর্ঘদিন ব্যবহার, নির্ভরযোগ্যতা ও অতুলনীয় মূল্যের সমন্বয় খুঁজছিলেন, অল্প সময়ের মধ্যে এই মডেলটি তাদের কাছে সবচেয়ে পছন্দের হয়ে ওঠে।
 

এবার রিয়েলমি আরও এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত। বৃহৎ ব্যাটারি, দৃষ্টিনন্দন ডিসপ্লে, আরও দ্রুতগতির প্রসেসর ও স্মার্ট পারফরম্যান্স অপটিমাইজেশনের মতো আপগ্রেড নিয়ে বাজারে আসতে চলেছে আসন্ন সি-সিরিজ স্মার্টফোনটি। আর এই সবই মিলবে সাশ্রয়ী মূল্যে। ফলে ক্রেতারা সাশ্রয়ী বাজেটের মধ্যেই পাবেন আরও উন্নত, মসৃণ ও প্রিমিয়াম অভিজ্ঞতা।
 

এন্ট্রি-লেভেল সেগমেন্টে উদ্ভাবনের ধারা বজায় রেখে চলতে থাকায়, রিয়েলমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী চমকের জন্য। নতুন মডেলটি কি তার পূর্বসূরির মতো আবারও রেকর্ড ভাঙবে? সময়ই তা বলে দেবে। তবে এটি নিশ্চিত যে, রিয়েলমির পরবর্তী সি-সিরিজ ফোনটি বাজারে আবারও আলোড়ন সৃষ্টি করতে চলেছে। 

 

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- www.realme.com/bd অথবা রিয়েলমি অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।