আদমদীঘিতে ২৪ এর রঙে গ্রাফিতি পুরস্কার বিজয়ীদের মাঝে চেক বিতরন


আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ -বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ এর বিজয়ীদের মাঝে চেক বিতরন করা হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ।

 

উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক গ্রুপের পুরস্কারের চেক গ্রহণ করেছেন নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসা, সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়। এবং খ গ্রুপের সান্তাহার সরকারি কলেজ, সান্তাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সান্তাহার মহিলা কলেজ।

 

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংবাদিক তোফায়েল হোসেন লিটন প্রমূখ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।