পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:-রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও পপি খাতুন।সোমবার দুপুরে তিনি উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

 

এসময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ও বড় ভাই রমজান আলী ইউএনও পপি খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে উপস্থিত ছিলেন মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু। ইউএনও পপি খাতুন আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ের পরে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।