দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ট্রাক আটক,গ্রেপ্তার ২


 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় ট্রাকচালক ও তার সহকারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল।

 

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন। একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। 

 

পরে পূর্ব প্রস্তুতি নিয়ে দলটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে, মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স এম.এ মোটরসের সামনে অবস্থান নেয়। সন্দেহজনক ট্রাকটি পৌঁছালে সেটি তল্লাশি করে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গাঁজাগুলো ট্রাকের ভেতরে সুকৌশলে বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সহজে কারও নজরে না আসে।

 

এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকচালক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ পলাশ সরকারের পুত্র মোঃ বাহার উদ্দিন সজীব (৩০) এবং ট্রাকের হেলপার একই উপজেলার সোনাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মোঃ শাকিল হোসেন (২৬) কে আটক করা হয়।

 

অভিযানে উদ্ধারকৃত ৬২ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ), ৩৮ ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

jডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।