হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু,৬ জন আহত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে পুকুরের পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু ও ছয়জন আহত হয়েছেন।

 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হাকিমপুর  উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় জনৈক মুশফিকুর রহমানের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুস সামাদ কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের পানি নিষ্কাশনের জন্য মালিক মুশফিকুর রহমানসহ কয়েকজন শ্রমিক মোটর লাগিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছিলেন।পানি তোলার কাজ শেষ করে ১০ ইঞ্চি পাইপ সরানোর সময় অসাবধানতাবশত পাইপটি পাশের বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করে। এতে তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।আহতরা হলেন, মুশফিকুর রহমান (৫০), আকরাম আলী (৭০), আব্দুল আহাদ (৪০), সমা উড়াও (৫৫), বিজয় উড়াও (৪০) ও আকরাম আলী (৭০)।তাদের মধ্যে গুরুতর আহত আকরাম আলী ও সমা উড়াওকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু জানান, পানি তোলার পর পাইপ তুলতে গিয়ে অসাবধানতার কারণে পাইপটি বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জাহিদ ইকবাল রেজিস্টার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন হাসপাতালে আসে।এর মধ্যে আব্দুস সামাদকে মৃত ঘোষণা করা হয়েছে এবং দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।