দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতিচক্রের ৩ সদস্য গ্রেফতার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও নকল স্ট্যাম্প।

 

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে কেরি মেমোরিয়াল স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে হাতে-নাতে ডিভাইসসহ আটক করা হয়।

 

কৃষ্ণপদ রায়ের দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজন সবুজ ও মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়।

অভিযানে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত কৃষ্ণপদ রায় দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা। আর সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

 

দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রথমে পরীক্ষাকেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।