অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:২৮
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণচেষ্টার মামলার এক আসামিসহ মোট ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মধ্যরাতে থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক এস. এম. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।এছাড়া একজন ধর্ষণচেষ্টার মামলার আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। সকল আসামিকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, হিলি থানার পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।